২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
চতুর্থ অধ্যায় : আখলাক- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ৩০ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : আখলাক’ থেকে ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। আল্লাহর নিকট কোন ব্যক্তি বেশি সম্মানিত?
(ক) যে অধিক খোদাভীরু
(খ) যে বেশি বেশি দান খয়রাত করে
(গ) যে বেশি বেশি নফল ইবাদত করে
(ঘ) যে বেশি বেশি নেক আমল করে
২। ‘তাকওয়া সব সৎগুণের মূল’ এটা কিভাবে বোঝা যায়?
(ক) বাস্তব জীবন দর্শনে
(খ) ইসলামী জীবন দর্শনে
(গ) নির্মল জীবন দর্শনে
(ঘ) মহৎ জীবন দর্শনে
৩। হাশরের ময়দানে মানুষ আল্লাহর কাছে কী দ্বারা উপকৃত হবে?
(ক) পদমর্যাদা
(খ) ধনসম্পদ
(গ) বিশুদ্ধ অন্তঃকরণ
(ঘ) আত্মীয়স্বজন
৪। ন্যায়বিচারকদের মধ্যে কোন গুণটি থাকা অপরিহার্য?
(ক) মাধুর্যতা
(খ) সততা
(গ) প্রজ্ঞা
(ঘ) তাকওয়া
৫। চুক্তিসমূহ পূর্ণ করার কথা কোন সূরায় উল্লেখ আছে?
(ক) সূরা মায়িদা
(খ) সূরা ইউসূফ
(গ) সূরা বাকারা
(ঘ) সূরা নিসা
৬। একজন মুত্তাকির মধ্যে অন্যতম গুণ থাকা প্রয়োজন-
(ক) আদলের
(খ) সত্যবাদিতার
(গ) আহদের
(ঘ) আমানতদারিতার
৭। কার ওপর মহান আল্লাহ অসন্তুষ্ট?
(ক) মিথ্যাবাদীর ওপর
(খ) অকৃতজ্ঞের ওপর
(গ) পাপীর ওপর
(ঘ) বেয়াদবের ওপর
৮। ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ?
(ক) মারাত্মক অপরাধ
(খ) জঘন্যতম অপরাধ
(গ) ভয়ানক অপরাধ
(ঘ) অমার্জনীয় অপরাধ
৯। মিথ্যা সকল পাপের জননী কিভাবে?
(ক) মিথ্যা দ্বারা মানুষ উন্নত হয় বলে
(খ) মিথ্যাবাদী অসম্মানিত হয় বলে
(গ) মিথ্যা সকল পাপের উৎস বলে
(ঘ) মিথ্যাবাদী প্রতারণা করে বলে
১০। আদল প্রতিষ্ঠা করার জন্য কী করা কর্তব্য?
(ক) সর্বাত্মক চেষ্টা সাধন
(খ) দৃষ্টান্তমূলক ক্ষমা প্রদর্শন করা
(গ) সংবিধান অনুযায়ী জীবন যাপন করা
(ঘ) কুরআন ও সুন্নাহর নীতি অনুসরণ করা
১১। কিসের অভাবে মানবজীবন দুর্বিষহ হয়ে ওঠে?
(ক) আদলের
(খ) ঈমানের
(গ) তাকওয়ার
(ঘ) ধৈর্যের
১২। সুফফা কী?
(ক) একটি মসজিদ
(খ) একটি মন্দির
(গ) একটি পাহাড়
(ঘ) একটি শিক্ষাপ্রতিষ্ঠান
১৩। তাকওয়ার নিকটবর্তী হওয়ার জন্য কোনটি অন্যতম?
(ক) আমানত রক্ষা
(খ) ওয়াদা রক্ষা
(গ) আদল প্রতিষ্ঠা
(ঘ) জাকাত দেয়া
উত্তর : ১। ক, ২। খ, ৩। গ, ৪। ঘ, ৫। ক, ৬। খ, ৭। ক, ৮। খ, ৯। গ, ১০। ঘ, ১১। ক, ১২। ঘ, ১৩। গ।